অডিট ও এএমএমএস ২.০ এর উপর বিইউপি তে ওয়ার্কশপ

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর উদ্যোগে ২৯শে আগস্ট ২০২৩খ্রি. তারিখে  অডিট প্রস্তুতি, অডিট আপত্তি উপত্থাপন ও নিষ্পত্তি প্রক্রিয়া, স্মার্ট অডিট এবং পেনশন সংক্রান্ত বিধি-বিধান এর উপর প্রতিষ্ঠানের বিজয় অডিটরিয়ামে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। উক্ত ওয়ার্কশপে কী-নোট স্পিকার হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন এ কার্যালয়ের মাননীয় মহাপরিচালক মো: শহিদুর রহমান চৌধুরী এবং গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এ কার্যালয়ের পরিচালক মহোদয় মোহাম্মদ আমীমূল এহসান কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহবুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

ওয়ার্কশপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীদের অডিট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর সুস্পষ্ট ধারণা প্রদানের পাশাপাশি তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এ ছাড়াও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে অডিট আপত্তিসমূহের জবাব ও নিষ্পত্তিকরণের বিষয়ে AMMS 2.0 সফটওয়্যার ব্যবহারের উপর জোর দেয়া হয়।

Or use your account on Unify

Error message here!

Hide Error message here!

Forgot your password?

Or register your new account on Unify

Error message here!

Error message here!

Hide Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Error message here!

Back to log-in

Close