বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর উদ্যোগে ২৯শে আগস্ট ২০২৩খ্রি. তারিখে অডিট প্রস্তুতি, অডিট আপত্তি উপত্থাপন ও নিষ্পত্তি প্রক্রিয়া, স্মার্ট অডিট এবং পেনশন সংক্রান্ত বিধি-বিধান এর উপর প্রতিষ্ঠানের বিজয় অডিটরিয়ামে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। উক্ত ওয়ার্কশপে কী-নোট স্পিকার হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন এ কার্যালয়ের মাননীয় মহাপরিচালক মো: শহিদুর রহমান চৌধুরী এবং গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এ কার্যালয়ের পরিচালক মহোদয় মোহাম্মদ আমীমূল এহসান কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহবুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
ওয়ার্কশপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীদের অডিট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর সুস্পষ্ট ধারণা প্রদানের পাশাপাশি তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এ ছাড়াও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে অডিট আপত্তিসমূহের জবাব ও নিষ্পত্তিকরণের বিষয়ে AMMS 2.0 সফটওয়্যার ব্যবহারের উপর জোর দেয়া হয়।